অনলাইন ডেস্ক :
রুশ সেনাদের করা যুদ্ধাপরাধ লুকানোর চেষ্টা করছে রাশিয়া, এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। গত সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওযা ভাষণে তিনি বলেছেন, রুশ সেনারা ইউক্রেনের বেসামরিকদের হত্যা করেছে এমন প্রতিবেদনগুলো নিয়ে সন্দেহ সৃষ্টির জন্য ভøাদিমির পুতিনের সরকার ‘প্রপাগান্ডা’ অভিযান শুরু করেছে। জেলেনস্কি বলেন, কিয়েভ অঞ্চলে এই নির্বিচার হত্যার ঘটনা সামনে আসার পর দখলকারীরা আমাদের দেশের অন্য যেখানে আছে সেখানে তাদের অপরাধের বিষয়ে ভিন্ন আচরণ করতে পারে। এ বিষয়েও আমাদের সজাগ থাকতে হবে। ভ্লাদিমির পুতিনের সরকারের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করার জন্য পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, চূড়ান্তভাবে শাস্তি অবশ্যই শক্তিশালী হতে হবে। এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভাষণ দেবেন জেলেনস্কি। মঙ্গলবার (৫ এপ্রিল) পরিষদের ইউক্রেনের বিষয়ক এক বৈঠকে তার এই ভাষণ দেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩