December 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 17th, 2025, 7:31 pm

যুদ্ধ এখনো শেষ হয়নি, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: বেরোবি প্রক্টর ড. ফেরদৌস রহমান

বেরোবি প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রক্টর ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেছেন, ২০২৪ সালে ছাত্র-জনতা দেশ পুনরুদ্ধার করলেও এখনো আমরা পূর্ণাঙ্গ বিজয় অর্জন করতে পারিনি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই এখনো চলমান, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ফেরদৌস রহমান বলেন, ১৯৭১ সালে আমরা বিজয় অর্জন করেছি ঠিকই, কিন্তু প্রকৃত অর্থে যুদ্ধ এখনো শেষ হয়নি। দীর্ঘ ১৭ বছর এমন সময় গেছে, যখন দেশে কেউ কথা বলার সাহস পায়নি। সেই সময় ছাত্র-জনতাই এগিয়ে এসে দেশকে উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, আমরা যদি সবাই এক হয়ে দেশের জন্য কাজ করতে পারি, তাহলেই একমাত্র বাংলাদেশের প্রকৃত বিজয় অর্জন সম্ভব।

আলোচনা সভায় মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।

এ সময় আলোচক হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর মহানগর ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার, গণিত বিভাগের প্রফেসর ড. মো. তাজুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ।