April 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 20th, 2025, 4:11 pm

যুদ্ধ বিরতি চুক্তিভঙ্গ করে গাজায় ইসরাইল যে নৃশংসতা চালাচ্ছে এটা গোটা মানবতার বিরুদ্ধে এক নির্মম হত্যাযজ্ঞ–অধ্যাপক মাহফুজুর রহমান

মাসুম বিল্লাহ ইমরান, খুলনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, যুদ্ধ বিরতি চুক্তিভঙ্গ করে গাজায় ইসরাইল যে নৃশংসতা চালাচ্ছে এটা গোটা মানবতার বিরুদ্ধে এক নির্মম হত্যাযজ্ঞ। রোযাদার নিরপরাধ মুসলিমদের নির্বিচারে হত্যাযজ্ঞের ঘটনায় গোটা দুনিয়ার শান্তিপ্রিয় মানুষ মর্মাহত। কিন্তু আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবি, মানবতাবাদীরা ফিলিস্তিনিদের হত্যাযজ্ঞে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মুসলিম রাষ্ট্রপ্রধানরা নীরবতায় বর্বর ইসরাইল ফিলিস্তিনিদের ওপর উপযুপরি হত্যাযজ্ঞা বাড়াচ্ছে। তিনি ওআইসিকে জরুরি মিটিং আহ্বান করে সমস্ত মুসলিম বিশ্বকে একত্রিত করার জন্য এবং ইসরাইলের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানান।যুদ্ধ বিরতি লংঘন করে গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে খুলনা মহানগরী জামায়াতে ইসনলামীর উদ্যোগে নগরীর ডাকবাংলো মোড়ে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

এ সময় মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, ইসলামীর ছাত্রশিবিরের মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন, সেক্রেটারি রাকিব হাসান, মহানগরী কর্মপরিষদ সদস্য ইকবাল হোসেন, মাওলানা ওলিউল্লাহ, মিম মিরাজ হোসাইন, যুববিভাগের মোকাররম বিল্লাহ আনসারী, এস এম হাফিজুর রহমান, আব্দুল গফুর, আব্দুল আওয়াল প্রমুখ নেতৃবৃন্দ বক্তৃতা দেন ও উপস্থিত ছিলেন।অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, সন্ত্রাসী ইসরাইল যুদ্ধ বিরতি ঘোষণা করার পরও ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মুসলমানদের উপর হামলা করে ৪০০ বেশি মুসলমানকে শহীদ করেছে। মুসলিম রাষ্ট্রগুলো নীরবতার কারণে ইসরাইল পশুর আচরণ করতে করছে। রমযান মাস মুসলমানদের নিকট একটি পবিত্র মাস। এই মাসে সেহরির সময় হামলা কোন মুসলমান মেনে নিতে পারে না। জুলুম করে পৃথিবীর বুকে কেউ টিকে থাকতে পারেনি। সাধারণ মুসলমানদের যার যার অবস্থান থেকে এই জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করা ফরয হয়ে গেছে। জাতিসংঘ ও ওআইসি সহ সবাইকে জালেম ইসরাইলকে কঠোর হস্তে দমনের আহ্বান জানান। তিনি বলেন, মুসলমানরা এই জুলুম নির্যাতন আর সহ্য করতে পারছে না। ফিলিস্তিনের নারী শিশু এবং মানুষগুলো রাস্তায় কাতড়াচ্ছে আর নেতা নিয়াহু মনের খুশিতে হাসছেন। আর তাকে জান প্রাণ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে তথাকথিত বিশ্বের মোড়ল রাষ্ট্র আমেরিকা। তিনি জাতিসংঘকে জরুরি ভিত্তিতে ইসরাইলের উপর নিষেধাজ্ঞা জারি করতে এবং ফিলিস্তিনি মুসলমানদের প্রাণ বাঁচাতে উদ্যোগ নেয়ার আহবান জানান।