December 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 18th, 2025, 3:45 pm

যুবদল নেতা আরিফ হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে পাঁচ দিনের রিমান্ডে

 

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা খাদিজা ইয়াসমিন বিথীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তুজা ইবনে ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা এ মামলায় তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. মাজহারুল ইসলাম গত মঙ্গলবার খাদিজার সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে সেদিন মামলার মূল নথি আদালতে না থাকায় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং নথি প্রাপ্তিসাপেক্ষে রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

নির্ধারিত তারিখ অনুযায়ী বৃহস্পতিবার খাদিজাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে, অপরদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত খাদিজার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার মেয়ে খাদিজা সংশ্লিষ্ট এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালান। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর মগবাজার ও হাতিরঝিল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা আরিফ সিকদারকে প্রতিপক্ষ হিসেবে দেখতেন। এ প্রেক্ষাপটে সুব্রত বাইন ও খাদিজার প্রত্যক্ষ প্ররোচনা ও পরিকল্পনায় আরিফকে হত্যা করা হয়। আরিফ হত্যাকাণ্ডে খাদিজার সম্পৃক্ততার বিষয়ে তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সাত দিনের রিমান্ড প্রয়োজন বলে দাবি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আরিফ ঢাকা মহানগর উত্তর যুবদলের ৩৬ নম্বর ওয়ার্ডের সহক্রীড়া সম্পাদক ছিলেন। গত ১৯ এপ্রিল রাতে হাতিরঝিল থানা এলাকার দি ঝিল ক্যাফের সামনে তাকে গুলি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল তিনি মারা যান।

গুলির ঘটনার পর আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে আরিফের মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। এ মামলায় সুব্রত বাইনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

উল্লেখ্য, গত মে মাসে কুষ্টিয়া শহর থেকে সুব্রত বাইনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ গত সোমবার কুমিল্লা থেকে তার মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে গ্রেপ্তার করে র‍্যাব।

এনএনবাংলা/