খাগড়াছড়ির মানিকছড়ি থেকে অপহৃত যুবলীগ নেতা ইমান হোসেনের মুক্তির দাবিতে খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে সড়ক অবরোধ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন।
স্থানীয় প্রশাসনের অনুরোধে সকাল-সন্ধ্যার এই সড়ক অবরোধ দুপুরেই তুলে নেয় তারা।
সংশ্লিষ্টরা জানান, অবরোধের কারণে সকাল থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। এই সময় বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ ছাড়া আতঙ্কের কারণে কিছু কিছু দোকানপাট বন্ধ রাখতে দেখা গেছে।
এদিকে, অপহৃতকে উদ্ধারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল উপজেলা আওয়ামী লীগ।
গত শনিবার রাত আনুমানিক ৯টার দিকে মানিকছড়ি থেকে বড়বিল নিজ বাড়িতে ফেরার পথে ইমান হোসেন (২৭) অপহরণের শিকার হন। তিনি মানিকছড়ি তিনটহরী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
পরিবারের দাবি, আঞ্চলিক একটি পাহাড়ি রাজনৈতিক সংগঠনের সদস্যরা তাকে অপহরণ করেছে।
এ ব্যাপারে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনুর আলম জানান, অবরোধ চলেছে। তবে পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া অপহৃতকে উদ্ধারের চেষ্টা চলছে।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২