অনলাইন ডেস্ক :
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের হ্যান্ডবলের তরুণ ইভেন্টে বুধবার জয়লাভ করেছে ঢাকা, রংপুর, চট্টগ্রাম ও খুলনা বিভাগ। বুধবার শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত তরুনদের হ্যান্ডবলে ঢাকা ৪১-১১ গোলে রাজশাহীকে, রংপুর ৪০-১৩ গোলে ময়মনসিংহকে, চট্টগ্রাম ৩৮-১৭ গোলে সিলেটকে এবং খুলনা ৩২-১৬ ব্যবধানে বরিশাল বিভাগকে পরাজিত করেছে। একই ভেন্যুতে অনুষ্ঠিত তরুণীদের হ্যান্ডবলে ঢাকা ৩০-০ গোলে বরিশালকে, চট্টগ্রাম ৩১-০ গোলে রাজশাহীকে এবং রংপুর ১৭-০ গোলে সিলেট বিভাগের বিপক্ষে জয়লাভ করে।
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি