অনলাইন ডেস্ক :
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান সতর্ক করে বলেছেন, ইউক্রেনে ‘যেকোনও সময়’ আক্রমণ শুরু করতে পারে রাশিয়া। বিমান থেকে বোমা হামলার মধ্যে দিয়ে এই ধ্বংসজ্ঞ অভিযান শুরু হতে পারে। এতে বেসামরিকদের জীবন বিপন্ন হয়ে পড়বে। তবে অভিযোগ নাকচ করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, পশ্চিমাদেশগুলো গুজব ছড়াচ্ছে। ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে রাশিয়ার সবশেষ অবস্থান কি, এ নিয়ে শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে আসেন জ্যাক সালিভান। তিনি বলেন, আমরা স্পষ্ট ভবিষ্যতদ্বাণী করতে পারি না, কী ঘটতে যাচ্ছে আমরা ঠিকটা জানি না। কিন্তু যা দেখা যাচ্ছে ঝুঁকি যথেষ্ট। তিনি যোগ করেন, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেন আক্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা জানা নেই। সামরিক অভিযানের জন্য ক্রেমলিন শুধু একটি অজুহাত খুঁজছে। বিমান থেকে ব্যাপক বোমা হামলার মধ্যে দিয়ে তারা এই অভিযান শুরু করতে পারে। সালভিনের ব্যক্তব্যের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থোনি ব্লিঙ্কেন বলেন, সীমান্ত রুশ সেনা বৃদ্ধি অত্যন্ত উদ্বেগজনক লক্ষণ। বেশিরভাগ পশ্চিমাদেশগুলোই আশঙ্কা করছে রুশ হামলার আর বেশি দেরি নেই। সীমান্তে দেড় লক্ষাধিক সেনার তৎপরতাই তা বলে দিচ্ছে। এরইমধ্যে চারটি দেশ তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার তাগিদ দিয়েছে। যুক্তরাজ্য সরকার বলেছে, তাদের যে নাগরিকরা ইউক্রেনে আছেন তারা যেন বাণিজ্যিক এয়ারলাইনসের চলাচল থাকতে থাকতেই দেশটি ছেড়ে আসেন। সূত্র: বিবিসি।
আরও পড়ুন
রাজ্যসভার সদস্য হলেন হর্ষবর্ধন শ্রিংলা
পরিবারের ইচ্ছায় ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাল ইরান
অবশেষে অস্ত্র সমর্পণ করতে যাচ্ছে পিকেকে