বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি প্রায় সম্পন্ন, তিনি যেকোনো সময় আসতে পারেন।”
শনিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েই এ মন্তব্য করেন তিনি।
আমীর খসরু জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান। নির্বাচনকে সামনে রেখে জোট গঠন ও আসন ভাগাভাগি নিয়ে আলোচনা এখনো চূড়ান্ত হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
তার ভাষায়, “আলোচনা বা সংলাপ গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ, তাই এ ধরনের আলাপ চলতেই থাকবে। নির্বাচন সামনে, পুরো দেশ নির্বাচনের দিকেই তাকিয়ে আছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াই সবার আগে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি তুলেছেন। নির্বাচন না হওয়াতে বিভিন্ন বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।”
এনএনবাংলা/

আরও পড়ুন
পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে ৪ ঘণ্টা ধরে গোলাবিনিময়, প্রশ্নের মুখে যুদ্ধবিরতি চুক্তি
দাম সহনীয় রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার
তফশিল ঘোষণার তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সচিব