October 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 23rd, 2025, 3:29 pm

যেখানে আওয়ামী লীগ, সেখানেই আজ থেকে মাইর: হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম আওয়ামী লীগের প্রতি সতর্কবার্তা দিয়েছেন। তিনি মন্তব্য করেছেন, যেখানে আওয়ামী লীগ থাকবে, সেখানে হামলা করা হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে হামিম এমন হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, “যেখানে আওয়ামী লীগ, সেখানেই মাইর আজ থেকে… no mercy।” হামিম সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী ছিলেন।

এ ঘটনার আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছানো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছিল।

এনএনবাংলা/