January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 18th, 2023, 7:53 pm

যেখানে টেইলর সুইফটকে ছাড়িয়ে অরিজিৎ

অনলাইন ডেস্ক :

জনপ্রিয়তায় পাশ্চাত্য সঙ্গীত দুনিয়ার পপ তারকা টেইলর সুইফটকে ছাড়িয়ে গেলেন ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। শুধু তাই নয়, সঙ্গীত দুনিয়ার অনেককেই ছাপিয়ে জনপ্রিয়তার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এ শিল্পী। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী, গান শোনার সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের হিসেব বলছে, ভক্তদের সংখ্যার নিরিখে টেইলর সুইফটকে হারিয়েছেন অরিজিৎ সিং। ওই প্রতিবেদন অনুযায়ী, শুধু টেইলর সুইফটকেই নয় হলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় গায়িকা বিলি এইলিশকেও ছাড়িয়েন অরিজিৎ। জানা যায়, স্পটিফাইয়ে বর্তমানে অরিজিতের ভক্ত সংখ্যা ৮ কোটি ৬০ লাখেরও বেশি। যেখানে টেইলর সুইফটের ভক্ত সংখ্যা ৭ কোটি ৯০ লাখের কাছাকাছি।

স্পটিফাইয়ে জনপ্রিয়তার নিরিখে এখন তালিকার শীর্ষে রয়েছেন ব্রিটিশ পপ তারকা অ্যাড শিরান। তার অনুরাগী সংখ্যা ১১ কোটি ৩০ লাখের বেশি। দ্বিতীয় স্থানেই রয়েছেন পপ তারকা অ্যারিয়ানা গ্র্যান্ডে, যার অনুরাগী সংখ্যা প্রায় ৯ কোটি ১০ লাখ। তার পরেই স্থানেই অরিজিৎ। ভারতের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ হিন্দি টেলিভিশনের রিয়ালিটি শোয়ের মাধ্যমে মুম্বাইয়ে নিজের সফর শুরু করেছিলেন। এরপর দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করেছেন। ‘ফির লে আয়া দিল’ গানের মাধ্যমে প্রথমবার জনপ্রিয়তা পান অরিজিৎ। তারপর থেকে তার কণ্ঠে মুগ্ধ অনুরাগীরা। অন্যদিকে টেইলর সুইফট ষষ্ঠ ওয়ার্ল্ড ট্যুর ‘দ্য এরাজ ট্যুর’-এ ব্যস্ত রয়েছেন। চলতি বছরের ১৭ মার্চ থেকে শুরু হয়েছে সেই ট্যুর। আগামী বছরের আগস্টে শেষ হবে।