May 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 8th, 2025, 9:17 pm

যেভাবে হচ্ছে চলচ্চিত্র পরিচালকদের নির্বাচন

অনলাইন ডেস্ক

শেষপর্যন্ত নির্বাচনের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আগামীকাল (৯ মে) শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ভোট গ্রহণের আয়োজন করা হয়েছে।

আজ (৮ মে) বৃহস্পতিবার অসমর্থিত একটি সূত্র নিশ্চিত করেছিল যে, আদালতের নিষেধাজ্ঞায় এ নির্বাচন আবারও স্থগিত হতে পারে। যদিও এ সংক্রান্ত কোনো নথি এখন পর্যন্ত কারও হাতে আসেনি। ওই সূত্রটি জানায়, আদালতের আদেশ শনি বা রোববার নাগাদ পৌঁছাতে পারে। তার আগেই বারবার স্থগিত হওয়া নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে সংগঠনটি।

গতবছরের শেষ দিকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালকদের সংগঠনটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সেদিন আর তা হয়নি। নতুন তারিখ ছিল গত ১০ জানুয়ারি। এদিনও ভোট গ্রহণ হয়নি।

এর আগে পরিচালক সমিতির দ্বিবার্ষিক এ নির্বাচন নিয়ে পক্ষে-বিপক্ষে নানান রকম কথা শোনা গিয়েছিল। একটি পক্ষের দাবি, কেপিআইভুক্ত এলাকা বলে বিএফডিসিতে নির্বাচনের অনুমতি পাওয়া যায়নি। আরেকটি পক্ষ বলছে অন্য কথা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক চলচ্চিত্র পরিচালক বলেন, নির্বাচন হতে দিতে চায় না একটি পক্ষ। কারণ, দুই প্যানেলেই স্বৈরাচার আওয়ামী লীগের সমর্থক পরিচালকরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ কারণেই বারবার নির্বাচন স্থগিত হচ্ছে।

কেপিআইভুক্ত এলাকা বলে বিএফডিসিতে নির্বাচন নিয়ে আপত্তি ওঠে। তাই পরিচালকরা রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভোট আয়োজনের সিদ্ধান্ত নেন। সেই অনুসারে সব প্রস্তুতিও নেওয়া হয়েছিল। পরিচালকরা ব্যস্ত ছিলেন প্রচারণায়। কিন্তু নির্বাচনের ঠিক আগের দিন শোনা গেল স্থগিতাদেশের খবর।

প্রসঙ্গত, চলচ্চিত্র পরিচালক সমিতির এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। এর মধ্যে মুশফিকুর রহমান গুলজার-সাফিউদ্দিন সাফি প্যানেলে সভাপতি ও মহাসচিব পদপ্রার্থী ছাড়া অন্য প্রার্থীরা হলেন আবুল খায়ের বুলবুল (সহসভাপতি), সালাউদ্দিন (উপমহাসচিব), সাইমন তারিক (কোষাধ্যক্ষ), আবদুর রহিম বাবু (সাংগঠনিক সম্পাদক), রফিক শিকদার (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), এস ডি রুবেল (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), মুস্তাফিজুর রহমান মানিক (সাংস্কৃতিক ও ক্রীড়া)।

এই প্যানেলে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন যথাক্রমে শাহ আলম কিরণ, ইফতেখার জাহান, মোস্তাফিজুর রহমান বাবু, বজলুর রাশেদ চৌধুরী, বদিউল আলম খোকন (সাবেক মহাসচিব), গাজী মাহাবুব, আনোয়ার সিরাজী, দেওয়ান নাজমুল, জয়নাল আবেদীন ও আতিকুর রহমান লাভলু।

অন্য প্যানেলে চলতি দায়িত্বে থাকা টানা দুবারের মহাসচিব শাহীন সুমন এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে। তিনি প্যানেল গড়েছেন শাহীন কবির টুটুলকে নিয়ে। এই প্যানেলের বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন মনতাজুর রহমান আকবর (সহসভাপতি), কবিরুল ইসলাম রানা (উপমহাসচিব), সেলিম আজম (কোষাধক্ষ), ওয়াজেদ আলী বাবুল (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), বন্ধন বিশ্বাস (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), সাইফ চন্দন (সাংস্কৃতিক ও ক্রীড়া)।