অনলাইন ডেস্ক :
ভারতের দক্ষিণী সিনেমার সঙ্গে সঙ্গে তারকাদের নিয়েও বেশ হাঁকডাক হচ্ছে ইদানীং। তাদের নিয়ে দর্শকের আগ্রহের পারদ তুঙ্গে এখন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ও বেশ সফল বেশ কিছু তারকা। অনেক তারকাই বিভিন্ন মডেলের নামিদামি গাড়ি নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ান হরহামেশাই। তবে এমন কিছু তারকা আছেন, যারা নিজেদের প্রাইভেট জেট নিয়ে চষে বেড়ান আকাশপথে। আজ জানব এমন কিছু দক্ষিণী তারকার নাম, যাদের রয়েছে প্রাইভেট জেট।
দক্ষিণের জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা ‘আরআরআর’। সিনেমাটিতে অভিনয়ের মধ্য দিয়ে অভিনেতা রাম চরণের জনপ্রিয়তা রয়েছে সর্বভারতে। এই তারকার রয়েছে প্রাইভেট জেট। রাম চরণের বাবা অভিনেতা চিরঞ্জীবিরও রয়েছে প্রাইভেট জেট। ‘আরআরআর’ সিনেমার আরেক অভিনেতা জুনিয়র এন টি আর। ৮০ কোটি টাকা দিয়ে প্রাইভেট জেট কিনেছেন এই অভিনেতা। তবে শুধু দরকারেই প্রাইভেট জেট ব্যবহার করেন এই দক্ষিণী অভিনেতা। দক্ষিণের থালাইভা রজনীকান্তের যে প্রাইভেট জেট রয়েছে সে কথা কমবেশি আমরা সবাই জানি। এছাড়াও সুপারস্টার মহেশবাবুর রয়েছে প্রাইভেট জেট। মাঝেমধ্যেই মহেশের স্ত্রী ন¤্রতা শিরোদকারকে দেখা যায় প্রাইভেট জেটের ছবি শেয়ার করতে। ‘বাহুবলি’খ্যাত অভিনেতা প্রভাস। তারও রয়েছে প্রাইভেট জেট। এ তালিকায় আছেন দক্ষিণের সুপারস্টার আক্কেনি নাগার্জুন, পাওয়ান কল্যাণের নাম। প্রাইভেট জেট রয়েছে দক্ষিণের লেডি সুপারস্টার নয়ন তারারও। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার মধ্য দিয়ে আল্লু আর্জুনের জনপ্রিয়তা বেড়েছে বিশ্বব্যাপী। তারও রয়েছে প্রাইভেট জেট। মাঝেমধ্যেই ছেলেমেয়েদের নিয়ে প্রাইভেট জেটে ভ্রমণে বের হন তিনি।
সূত্র: নিউজ ইন্ডিয়া
আরও পড়ুন
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’
পোশাক পরতে পারি না : আইশা খান