January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 23rd, 2021, 2:40 am

যে কারণে অবাক হলেন লেমস

অনলাইন ডেস্ক :

দক্ষিণ কোরিয়াতে স্ত্রী ও একমাত্র সন্তান নিয়ে ছুটির আমেজে ছিলেন মারিও লেমস। হঠাৎ করে সুখবরটি শুনলেন- বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। এমন খবর শুনে পর্তুগিজ কোচ রীতিমতো অবাক! এত তাড়াতাড়ি লাল-সবুজ দলের দায়িত্ব পাবেন, চিন্তাও করেননি। কয়েকদিনের আলোচনায় কোচের দায়িত্ব পেয়েছেন লেমস। তবে এত দ্রুত সবকিছু ঘটে যাবে, ভাবেননি তিনি। তার অবাক হওয়ার মূল কারণ এটাই। সাফ শেষ করে জামাল ভূঁইয়ারা দেশে ফিরেছে কয়েকদিন হলো। এর মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আলোচনা শুরু করে লেমসের সঙ্গে। তারপরই হঠাৎ জানাতে পারেন, প্রধান কোচ হিসেবে তার নাম ঘোষণা করেছে বাফুফে। নতুন দায়িত্ব পালনের জন্য তড়িঘড়ি করে ঢাকায় ফিরতে হচ্ছে লেমসকে। ভিসা প্রসেস করে ২৪ অক্টোবরের মধ্যে ঢাকায় আসার পরিকল্পনা ৩৫ বছর বয়সী কোচ্রে। পরের দিন থেকে মাঠে নেমে পড়ার লক্ষ্য। লাল-সবুজ দলের নতুন দায়িত্ব সম্পর্কে লেমস দক্ষিণ কোরিয়া থেকেবলেছেন, ‘এখনই জাতীয় দলের দায়িত্ব পাবো, ভাবনাতেই ছিল না। মনে করেছিলাম, (অস্কার) ব্রুজন হয়তো শ্রীলঙ্কা সফরেও থাকবে। কোরিয়াতে ছুটির মাঝে হঠাৎ এমন খবর শুনে নিজের কাছে অনেকটা অবাক লাগছে। তবে নতুন দায়িত্ব পেয়ে অনেক আনন্দিত। চেষ্টা করবো নিজের সবটুকু দিয়ে দলকে সাহায্য করতে।’ নভেম্বরের শুরুতে শ্রীলঙ্কায় হতে যাচ্ছে চারজাতি ফুটবল প্রতিযোগিতা। আর এই মিশনের জন্যই লেমসকে দেওয়া হয়েছে প্রধান কোচের দায়িত্ব। শ্রীলঙ্কার প্রতিযোগিতায় যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, তা অকপটে স্বীকার করলেন এই পর্তুগিজ কোচ, ‘আমি জানি শ্রীলঙ্কাতে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে- আমার অধীনে দল কেমন খেলে, পারফরম্যান্স কেমন হয়। আসলে সবকিছুর জন্য আমি প্রস্তুত আছি। সাফল্য পেতে চাই আমিও।’ সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কায় দলকে অন্তত ফাইনালে নিতে চান লেমস, ‘মালেতে দল ভালো খেলেছে। তবে কিছু ভুলত্রুটি ছিল। আমি চেষ্টা করবো কলোম্বোতে যেন দল তা শুধরে ভালো ফুটবল খেলে। চ্যাম্পিয়ন হওয়াটাই আমার লক্ষ্য। এর আগে ফাইনাল খেলতে হবে।’ দুই-একজন খেলোয়াড় ছাড়া ব্রুজনের দল থেকে তেমন পরিবর্তন আনতে চান না লেমস। এ ছাড়া নিজের দর্শনটা শুরুতে শিষ্যদের বুঝিয়ে দিতে চাইছেন তিনি। ২০১৮ সালে ফিটনেস কোচ হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে কাজ শুরু করেন লেমস। মাঝে বিরতি দিয়ে এখন আবাহনী লিমিটেডের প্রধান কোচের দায়িত্বে। সেখানে সাফল্যও পেয়েছেন। টানা কয়েক বছর বাংলাদেশে থাকায় এই দেশের সবকিছুই তার বেশ চেনা। সেই অভিজ্ঞতা থেকে লেমসের আত্মবিশ্বাসী কণ্ঠ, ‘এখানে সবার সম্পর্কে আমার ভালো ধারণা আছে। সবাইকে আমি চিনি-জানি। এ ছাড়া প্রতিটি কোচের আলাদা দর্শন আছে। আশা করছি সবার চেষ্টায় আমরা সফল হতে পারবো। কলম্বো থেকে সাফল্য নিয়ে দেশে ফিরতে পারবো।’