January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 23rd, 2023, 8:20 pm

যে কারণে চটেছেন পাকিস্তানি অভিনয়শিল্পীরা

অনলাইন ডেস্ক :

কয়েক দিন আগে পাকিস্তানের লাহোরে একটি সাহিত্য সমাবেশে যোগ দেন বলিউডের প্রখ্যাত গীতিকার, চিত্রনাট্যকার ও কবি জাভেদ আখতার। এ অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, আপনি তো অনেকবার পাকিস্তানে এসেছেন। এখান থেকে ফিরে গিয়ে কি আপনি আপনার মানুষদের বলেন না যে, এখানকার মানুষ ভালো। তারা আপনাদের উপরে বোমা না ছুঁড়ে ফুলের মালা আর ভালোবাসা নিয়ে স্বাগত জানান? এ প্রশ্নের জবাবে জাভেদ আখতার বলেন, ‘পরস্পরের বিরুদ্ধে আমাদের অভিযোগ তোলা উচিত নয়। এতে কোনো সমাধান হবে না। পরিস্থিতি খুবই উত্তেজক। এটা কমানো দরকার। আমরা মুম্বাইয়ের বাসিন্দারা দেখেছি, আমাদের শহরে কী ধরনের হামলা হয়েছিল। ওরা (জঙ্গিরা) কিন্তু নরওয়ে বা ইজিপ্ট থেকে আসেনি। ওরা এখনো আপনাদের দেশে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং ভারতীয়দের মনে যদি ক্রোধ থেকে থাকে, আপনারা তাদের দায়ী করতে পারেন না।’ জাভেদ আখতারের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পাকিস্তানের একটি শহরে দাঁড়িয়ে সেই দেশের নাগরিকদের সামনে সাহসী মন্তব্যকে কুর্নিশ জানাচ্ছেন ভারতীয়রা। দেশে ফিরে জাভেদ দাবি করেন- ‘আমার মন্তব্য পাকিস্তানেও সমাদৃত হয়েছে। পাকিস্তানি নাগরিকরা হাততালি দিয়ে আমাকে সমর্থন করেছেন।’ জাভেদ আখতারের বিতর্কিত মন্তব্যের পরেও পাকিস্তানে আরো একটি অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতেই চটেছেন পাকিস্তানের একঝাঁক তারকা অভিনয়শিল্পী। এ তালিকায় রয়েছেন- সাবুর আলী, শান শাহিদ, আনুশে আশরাফ প্রমুখ। অভিনেত্রী সাবুর আলী একাধিক ইন্সটাগ্রাম স্টোরিতে জাভেদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। তার কথায়, ‘কেউ আমার মাটিতে আমার দেশকে অপমান করছে আর আমরা তাকে নিয়ে আনন্দ করছি, তাকে সম্মান জানাচ্ছি, তার পায়ের কাছে বসে আছি। এটা লজ্জার।’ অভিনেতা শান শহিদ প্রতিবাদ জানিয়ে একটি টুইট করেছেন। তাতে তিনি লিখেছেন, ‘গুজরাটে যখন মুসলমানদের হত্যা করা হলো তখন আপনি চুপ ছিলেন। কিন্তু মুম্বাই হামলা করে যারা পাকিস্তানে লুকিয়ে আছেন তাদের তিনি খুঁজে বের করতে চান। এই দেশে আসার জন্য কে তাকে ভিসা দিয়েছে?’ অভিনেতা আনুশে আশরাফ এক টুইটে লিখেছেন, ‘অতিথিকে সম্মান জানানো জরুরি। কিন্তু আত্মসম্মান বিলিয়ে দিয়ে নয়।’ তা ছাড়াও অভিনেতা হারুন শহিদও জাভেদ আখতারের বক্তব্যের কড়া সমালোচনা করে টুইট করেছেন।