January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 19th, 2023, 8:46 pm

যে কারণে তাসকিনের এমন সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক :

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে মুলতান সুলতান্সের প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতানের হয়ে তিন ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটের সিরিজে নিজেকে প্রস্তুত করতেই তাসকিনের এমন সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রিহাব সেন্টারের দায়িত্বে থাকা ফিজিও জুলিয়ান কেলাফতের সঙ্গে কয়েকদিন ধরেই কাজ করছেন তাসকিন। নিজের কাজ শেষে তাসকিন বলেছেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ সিরিজ। মাত্র কয়েকটা ম্যাচের জন্য পিএসএলের প্রস্তাব গ্রহণ করে কোনো ম্যাচ (ইংল্যান্ডের বিপক্ষে) খেলতে না পারলে খুব খারাপ হবে। আর সদ্য আমি ইনজুরি থেকে সেরে উঠেছি, পুরোপুরি ফিট থাকা গুরুত্বপূর্ণ। তাই আমার কোনো অনুশোচনা নেই।’ বিপিএলে সিলেট পর্বে ফিল্ডিংয়ের সময় পায়ের স্ট্রেইনের কারণে বিপিএলে ঢাকা ডমিনেটর্সের শেষ তিন ম্যাচে খেলতে পারেননি গতিময় এই পেসার। গত বছর জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে থাকার সময় লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তাসকিন। এবার ফিরিয়ে দিলেন পিএসএলে মুলতান সুলতান্সের প্রস্তাব। এই নিয়ে কোনো আক্ষেপ নেই তাসকিনের, ‘বোর্ড আমাকে সম্মানী (আইপিএল না খেলায়) দিয়েছিল। সুতরাং আমার কোনো অনুশোচনা নেই। আমার প্রধান লক্ষ্য আগামীতে জাতীয় দলের হয়ে খেলা। যদি জাতীয় দলের সঙ্গে ভালো করি, তাহলে আমি ভবিষ্যতে আরও অনেক প্রস্তাব পাবো।’ তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংল্যান্ড। মিরপুরে ওয়ানডে সিরিজ শুরু হবে ১ মার্চ। ৯ মার্চ চট্টগ্রামে শুরু হবে তিন টি-টোয়েন্টির সিরিজ।