অনলাইন ডেস্ক :
দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম আবাহনীর হাল ধরেছিলেন সাইফুল বারী টিটু। তার পরেও ভাগ্য ফেরাতে পারলেন কই? মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে তার দল। খুব বেশি সুবিধা করতে পারেনি প্রিমিয়ার লিগেও! এখন পর্যন্ত একটিও জয়ের দেখা পায়নি। দলের দুর্দশায় নতুন পরিকল্পনা করা তো দূরের কথা। দলকে কক্ষপথে ফেরাতে না পেরে লিগের শেষ ম্যাচের পর দলের দায়িত্ব ছেড়েছেন টিটু। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজিজ। প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনী মাত্র চার পয়েন্ট নিয়ে তলানীতে অবস্থান করছে। এই সময়ে কোচ টিটু কোনোভাবেই দলকে উজ্জীবিত করতে পারছেন না। সবশেষ ম্যাচ খেলার পর কারও সঙ্গে যোগাযোগ না করেই বিদায় বলেছেন তিনি। দলটির ম্যানেজার আরমান আজিজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘টিটু ভাই লিগের শেষ ম্যাচ খেলে আর আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকেও বিদায় নিয়েছেন। তাই আমরা তার জায়গায় ভারপ্রাপ্ত কোচ হিসেবে মাহবুবুর রহমান জুয়েলকে নিয়োগ দিয়েছি।’ গত মৌসুমে শেখ রাসেলের দায়িত্ব নিয়েও সাইফুল বারী টিটু ভালো করতে পারেননি। সেখানেও তার বিদায়ের মুহূর্তটা অস্বস্তিকর ছিল। এবার মৌসুমের মাঝপথে চট্টগ্রাম আবাহনীর হয়েও বিদায়টা সুখকর হলো না তার।
আরও পড়ুন
জয় দিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা