অনলাইন ডেস্ক :
একটা পাগল মানুষের সঙ্গে সংসার করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। গত বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন অভিনেত্রী। এ সময় ১ মিনিট ৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্টে করেন তিশা। ক্যাপশনে লেখেন, ‘আমি একটা পাগল মানুষের সাথে সংসার করি।’ ভিডিওতে তিশাকে বলতে শোনা যায়, ‘আমি একটা পাগল মানুষের সংসার করি, পাগল ডিরেক্টরের সাথে কাজ করেছি। এখন সেটার শাস্তি ভোগ করছি।
আমাদের সিনেমার শুটিং হয়ে গেছে, ডাবিং হয়ে গেছে, রিলিজও পেয়ে গেছে, বুসানেও চলে গেছে। এখন হঠাৎ করে ঘুমের মাঝে মোস্তফা সরয়ার ফারুকীর স্বপ্নে একটা সিন আসছে। সেই সিনটার শুটিং করতেছি।’ আর শুটিংয়ের ফাঁকে ধারণ করা ভিডিওটি পোস্ট করেন তিশা। এর আগে মোস্তফা সরয়ার ফারুকীও এক ফেসবুক পোস্টে লেখেন, ‘অকস্মাৎ স্বপ্নে হানা দিল একটা দৃশ্য। তিশাকে বললাম। ওপরে ওপরে কপট রাগ করেও সবুজ সংকেত দিল। আর আজকে (বুধবার) আমরা শুট করলাম দৃশ্যটা। ছবির একদম শেষ দৃশ্য হবে এটা। যেই দৃশ্যটা শুধু ওটিটি ভার্সনেই দেখা যাবে।’
তিনি আরও বলেন, ‘অটোবায়োগ্রাফি ওরফে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ছবির কাজ শেষ, ফেস্টিভ্যাল স্ক্রিনিংও শেষ, ছবিটা নিয়ে মনে একটা শান্তির ভাব আছে। দুদিন পরে মুম্বাইতে ছবিটার শো-ও আছে। আর মাত্র কয়েক দিনের মধ্যে চরকিকে ডেলিভার করতে হবে ফিল্মটা যাতে দ্রুত সবাই দেখতে পায়।’ সর্বশেষ এ নির্মাতা লেখেন, ‘আমি তো এমন জীবনই প্রার্থনা করছিলাম যেখানে সিনেমা আর জীবন মিলেমিশে হবে একাকার। এমনই তো জীবন।’ এর আগে সিনেমাটি প্রসঙ্গে ফারুকীর ভাষ্য: ‘এই ছবিটি মূলত আমাদের মেয়ে ইলহামের প্রতি ভালোবাসার পত্র! অথবা সকল মেয়ের উদ্দেশে তার মায়ের ও বাবার ভালোবাসার পত্র।’
অটোবায়োগ্রাফিতে ফারুকী-তিশা ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, ডলি জহুরসহ অনেকে। উল্লেখ্য, চরকিতে ১২ জন নির্মাতা ১২টি চলচ্চিত্র নিয়ে আসছেন। আর এই পুরো প্রজেক্টটির নাম দেয়া হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’। এটির তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। এই প্রজেক্টের ২টি সিনেমা নির্মাণ করছেন তিনি নিজেই। এগুলো হলো: ‘মনোগামী’ ও ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব