নিজস্ব প্রতিবেদক:
পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা যায়, বিমানবন্দরের প্রবেশদ্বারে কর্তব্যরত নিরাপত্তারক্ষী অভিনেত্রীর কাছে পাসপোর্ট দেখতে চাইলে ব্যাগে অনেক খুঁজেও সেটি পাননি অভিনেত্রী। আর এ কারণেই বিমানবন্দরে আটকা পড়েন মৌনী। বুধবার সকালে মুম্বাই বিমানবন্দরে পাসপোর্ট না থাকায় গেটে বেশ খানিকক্ষণ সময় অপেক্ষা করতে হয়েছে এই অভিনেত্রীকে। নিরাপত্তারক্ষী স্পষ্ট তাকে জানিয়ে দেন, পাসপোর্ট না থাকলে কোনোভাবেই বিমানবন্দরে ঢোকা যাবে না। কী আর করা! বাধ্য হয়ে সেখানেই শুকনো মুখে দাঁড়িয়ে থাকতে হলো মৌনীকে। এদিকে ঘটনাটি ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি বিমানবন্দরে উপস্থিত থাকা পাপারাজ্জিরা। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, কো-অর্ড সেট পরনে, চোখে চশমা, হাতে ব্যাগ। মৌনী রায় হাসিমুখেই বিমানবন্দরে ঢুকছিলেন। কিন্তু পাসপোর্ট না থাকায় আটকা পড়ে গেলেন বিমানবন্দরের গেটেই। তবে পুরো ঘটনাটি পাপারাজ্জিদের কাছে হাসিমুখেই বললেন মৌনী। ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, এই তো পাসপোর্ট ভুলে রেখে এসেছি। শেষ পর্যন্ত পাসপোর্ট না আসা পর্যন্ত প্রবেশদ্বারের বাইরেই অপেক্ষা করতে হয় ‘নাগিন’ খ্যাত এই অভিনেত্রীকে। তবে এই ঘটনায় কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। কেউ লিখেছেন, ‘পাসপোর্ট মনে থাকবে কী ভাবে, ব্যাগে তো শুধু সাজগোজের জিনিস আর জামাকাপড়!’ আরেকজন লেখেন, ‘ছবি তোলার পর মনে পড়ল পাসপোর্ট ভুলে গিয়েছেন।’
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম