January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 4th, 2022, 7:19 pm

যে কারণে মা হওয়ার খবর গোপন করেছিলেন জোহানসন

অনলাইন ডেস্ক :

গেল বছরের আগস্টে মা হন স্কারলেট জোহানসন, যা জন্ম দেয় নতুন বিস্ময়ের। কারণ জোহানসনের মতো বড় তারকা মা হলেন অথচ কেউ কিছু জানল না! মা হওয়ার আগে একবারের জন্যও কোনো পাপারাৎসির ক্যামেরায় ধরা পড়েনি অভিনেত্রীর বেবি বাম্প! মা হওয়ার সাত মাস পর মাতৃত্ব নিয়ে এত গোপনীয়তা নিয়ে মুখ খুললেন তিনি। ‘ভ্যানিটি ফেয়ার’কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ব্ল্যাক উইডো’ বলেন, ‘মা হওয়ার পুরো বিষয়টি আমি সুরক্ষিত রাখতে চেয়েছিলাম। মানুষের আতশ কাচের নিচে পড়তে চাইনি। নিজের শরীরের পরিবর্তন নিজেই অনুভব করতে চেয়েছি। এটা নিয়ে অন্য কেউ তাদের মতো করে মন্তব্য করুক এটা একেবারেই চাইনি।’ বিয়ষটি আরো ব্যাখ্যা করে জোহানসন বলেন, ‘যখন গর্ভধারণ করি তখন আশপাশের অনেকেই তাদের মতো করে নানা মত দিচ্ছিল। তাদের মাতৃত্বের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নানা পরামর্শও দিচ্ছিল। কেউ ইতিবাচক কথা বলছিল, কেউ অন্য ধরনের কথাও বলেছে। আসলে গেল পাঁচ বছরে নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক কিছু ঘটে গেলেও কিছু বিষয় এখনো অন্ধকার যুগেই রয়ে গেছে।’
সূত্র : ফিমেল ফার্স্ট।