অনলাইন ডেস্ক :
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল সর্বমহলেই বেশ প্রশংসা আদায় করে নিয়েছে। বিপিএলে পারফর্ম করা ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন এই দলে। যাদের নিয়ে দীর্ঘেমেয়াদি পরিকল্পনা সম্ভব। তবে নাসির হোসেনকে নিয়ে অনেকেই আক্ষেপ করছেন। বিপিএলে অলরাউন্ড পারফরম্যান্সে ৩৬৬ রান আর ১৬ উইকেট নিয়েও নাসির মন গলাতে পারেননি নির্বাচকদের। কিন্তু কেন? বৃহস্পতিবার (২রা মার্চ) মিরপুর শেরেবাংলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসিরের বিষয়ে কথা বলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার ভাষায়, ‘জায়গা অনুযায়ী খেলোয়াড়দের বিবেচনা করা হয়েছে। মিডল অর্ডার বলুন, লেট অর্ডার বলুন…অনেক চিন্তা-ভাবনা করে, টেকনিক্যাল দিক দেখে এই দল তৈরি করা হয়েছে। দুর্ভাগ্যবশত নাসির সুযোগ পায়নি। বিপিএলে ভালো খেলেছে। সামনে অনেক খেলা আছে। পারফর্ম করলে কেউ চোখের আড়াল হবে না।’ জাতীয় দলে নাসির সর্বশেষ খেলেছেন ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে, মিরপুরে। আর সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন আরো আগে ২০১৬ সালে। তবে জাতীয় দলে সুযোগ পেতে পারফরম্যান্সই যে যথেষ্ট নয়, সেটাও মনে করালেন নান্নু, ‘টেস্টে ৩০০ করার পরও অনেক খেলোয়াড় জাতীয় দলে সুযোগ পায় না। এমন দৃষ্টান্ত আমাদের পার্শ্ববর্তী দেশেই আছে। এগুলো মাথায় রাখতে হবে। কিছু জায়গায় প্রতিষ্ঠিত খেলোয়াড় আছে। ওরা ইনজুরিতে পড়লে অন্যরা সুযোগ পায়, আবার ইনজুরি থেকে কামব্যাক করলে জায়গাটা চলে যায়।’
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি