December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 14th, 2021, 7:48 pm

যে কারনে মরে যেতে চাইছে রোনালদো!

অনলাই ডেস্ক :

খ্যাতি, জনপ্রিয়তা কিংবা মান- কোনো দিক দিয়েই স্প্যানিশ লিগের সঙ্গে লিগ ওয়ানের তুলনা চলে না। কিন্তু এখন থেকে এই লিগ ওয়ানেই নজর থাকবে সারাবিশ্বের। কারণ পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকাকে পেয়ে পিএসজি এখন চাঁদের হাট। আছেন নেইমার, এমবাপ্পে, ডি মারিয়া, সার্জিও রামোসের মতো তারকারা। আগামী মৌসুমে জুভেন্তাস থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোও আসতে পারেন। তার আগে ডি মারিয়া বললেন, রোনালদো হয়তো এখনই আসতে না পারায় আফসোস করছেন। জাতীয় দলের সতীর্থ মেসিকে পেয়ে মহাখুশি ডি মারিয়া। টিওয়াইসি স্পোর্টসকে এই আর্জেন্টাইন উইঙ্গার বলেন, ‘সত্যি বলতে ওর সঙ্গে খেলা খুব সহজ। আপনি দৌড়াবেন, ও বল দেবে, একদম পায়ের সামনে এসে পড়বে। এর অন্যথা হবে না। মাঠ এবং মাঠের বাইরে ওর সঙ্গে আমার বোঝাপড়াটা চমৎকার। সে আসলেই ভিনগ্রহের। ওকে পাথর মারলে সেটাও থামিয়ে দেবে। আমি ক্রিশ্চিয়ানো, নেইমার, এমবাপ্পে, রুনি, ফন পার্সি, বেনজেমা, বেলদের সঙ্গে খেলেছি, কিন্তু কখনো মেসির মতো কাউকে দেখিনি। সে অনন্য।’ ডি মারিয়ার মতে, এমন দলে থাকতে না পেরে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি নিজেকে মেরেই ফেলতে চাইছেন! আর্জেন্টাইন তারকা আরও বলেন, ‘ক্রিশ্চিয়ানো হয়তো এখানে থাকতে না পেরে নিজেকে খুন করতে চাইছে! পিএসজিতে এখন খেলোয়াড়দের মান ও সংখ্যাটা অনন্য। ক্লাবে সব সময় এমন ঘটে না আর দারুণ খেলোয়াড়েরা সব সময় সেরাদের সঙ্গেই থাকতে চায়। ক্রিশ্চিয়ানো অবশ্যই এখানে আসতে চায়, কিন্তু তারা (ক্লাব) মেসিকে কিনেছে এবং সেটা আরও ভালো হয়েছে।’