October 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 22nd, 2025, 12:51 pm

যোগদান শেষেই সাদাপাথর পরিদর্শনে নবনিযুক্ত জেলা প্রশাসক সারওয়ার আলম

এস এ শফি, সিলেট:

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর থেকে যেনো আর কোনো পাথর চুরি না হয়, সেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

দায়িত্ব গ্রহণের প্রথম দিন বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে তিনি সরেজমিনে সাদাপাথরে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন এবং পাথর প্রতিস্থাপনের কাজ পর্যবেক্ষণ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার, তা করা হবে। পাশাপাশি কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কিভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন, জনগণ আমাদের শক্তি। ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

জানা যায়, কোম্পানীগঞ্জের সাদাপাথরের ক্ষতি এবং চুরির ঘটনায় এলাকায় জনমনে ক্ষোভ বিরাজ করছে। নতুন জেলা প্রশাসকের এই পদক্ষেপের মাধ্যমে সাদাপাথরের নিরাপত্তা শক্ত করার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য,মো. সারোয়ার আলম বৃহস্পতিবার সকালে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে সকালে সারোয়ার আলম জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।