অনলাইন ডেস্ক :
সপ্তমবারের মতো ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার দিবাগত রাতে প্যারিসের থিয়েটার ডু চ্যাটেলেটের অডিটোরিয়ামে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে সপ্তম ব্যালন ডি’অর গ্রহণ করেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্যালন ডি’অরের লড়াইয়ে মেসি পেছনে ফেলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোস্কি ও চেলসির ইটালিয়ান তারকা জর্জিনহোকে। তবে টনি ক্রুশদের মতো অনেকেই বলছেন, লেভানদোস্কির পাওয়া উচিত ছিল এবারের ব্যালন ডি’অর। তবে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি এখানে বিতর্কের কিছু দেখছেন না। যোগ্য হিসেবেই মেসি বর্ষসেরা হয়েছেন বলে মনে করেন তিনি। আনচেলত্তি বলেছেন, ‘মেসি ব্যালন ডি’অর জিতেছে। এই সিদ্ধান্তকে সম্মান জানাই। সে এখনো দুর্দান্ত এক খেলোয়াড়। এই বিষয়ে নতুন করে বলার কিছু নেই।’ আগামী বছর করিম বেনজেমা বা রিয়ালের অন্য কোনো খেলোয়াড় পুরষ্কারটি জিতবেন বলে আশা করেন আনচেলত্তি। তিনি বলেন, ‘আশা করি, পরের বছর রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড় এটি জিতবে। বেনজেমা দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছে এবং সে চতুর্থ হয়েছে। (আগামী বছর) নতুন অনুপ্রেরণায় প্রথম হওয়ার চেষ্টা করবে সে।’
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম