আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী যৌথ অভিযানে তিন নারীসহ ১০ মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে পৌর এলাকার রেল কলোনির বস্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা, ট্যাপেন্টাডল এবং ইয়াবা সেবনের সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সোনামুখী সরকার পাড়া এলাকার সাহাদুল (৪৬), হাস্তাবসন্তপুর এলাকার মানিক (৩৫), গোল্ডেন (৪৮), মজিদ (৩৫), ফেরদৌস মোল্লা (৩৫), পুরাতন বাজার এলাকার আব্দুল সাত্তার (৫৪), রেল কলোনি বস্তির রাব্বি হোসেন (২৬), নাজমা বেগম (৩৫), বিথী (৩৬) এবং আকলিমা (৪৫)। তিনজন নারী মাদকব্যবসায়ীকে নিয়মিত মামলা আর অন্যদের ভ্রাম্যমান আদলতে জেল জরিমানা করা হয়েছে।
জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন থেকে মাদক বিক্রি করা হয় এমন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী যৌথ অভিযানে সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন বস্তির বিভিন্ন খুপরি ঘড়ে তল্লাশি চালিয়ে হাতে নাতে তিন নারীসহ ১০ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জয়পুরহাট কার্যালয়ের সহকারী পরিচালক নজরুল ইসলাম বলেন, তারা দীর্ঘদিন থেকে এই এলাকায় মাদক ব্যবসা করছিল। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে তাদের হাতানাতে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন
সখীপুরে একইদিনে তিন গৃহবধূর আত্মহত্যা
গঙ্গাচড়ায় ফ্যাসিবাদ আওয়ামী লীগের দু-নেতা আটক
জুলাই আন্দোলনে সমন্বয়ক হওয়া তারেকের জন্য কাল