অনলাইন ডেস্ক :
কিছুদিন আগেই ‘সেলফ লাভে’র ঘোষণা দিয়ে নিজেকে বিয়ে করে সবাইকে চমকে দিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী কণিষ্কা সোনি। কিন্তু বিয়ের পর-ই ‘দিয়া অউর বাতি হম’ খ্যাত এই অভিনেত্রী সমালোচকদের আক্রমণের মুখে পড়েন। এবার সমালোচকদের জবাব দিলেন তিনি। কেন নিজেকে বিয়ে? এই প্রশ্নের জবাবে কণিষ্কা লিখেছেন, ‘আমার নিজেকে বিয়ে করার সিদ্ধান্তে অনেকেই চোখ কপালে তুলছেন আমি জানি। কিন্তু আমি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী। আমার মনে হয়, শুধু যৌনতার জন্য বিয়ে নয়। ভালোবাসা, সততার জন্য বিয়ের মতো সুন্দর সম্পর্ক। কিন্তু এই বিষয়গুলো থেকে আমার বিশ্বাস চলে গেছে। তাই আমি একাই বাঁচতে চাই। আমার পোস্ট গুগোল ট্রেন্ডে এক নম্বরে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। তবে এই লাইমলাইট পাওয়া আমার উদ্দেশ্য ছিল না। আমি মন থেকে বলছি, যে সিদ্ধান্ত নিয়েছি তাতে আমি খুশি। এই মুহূর্তে আমি যুক্তরাষ্ট্রে রয়েছি। আমার কেরিয়ারের ওপর ফোকাস করছি। ’ভারতের স্থানীয় গণমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়, ‘কয়েক মাস আগে নিজেকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন দেশটির গুজরাটের বাসিন্দা ক্ষমা বিন্দু। তার এই সিদ্ধান্ত গোটা দেশকে চমকে দিয়েছিল। বহু সংগঠন তার বিয়ের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিল। এই সিদ্ধান্ত রুখে দিয়ে আন্দোলনের কথাও বলেছিলেন অনেকেই। কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। এর পরেই একই পথে হাঁটার কথা ঘোষণা করেন জনপ্রিয় টেলিভিশন তারকা কণিষ্কা। তখন তিনি বলেন, ‘আমি নিজেকে ভালোবাসি। নিজেই সব স্বপ্ন পূরণ করতে চাই। তাই সোলোগামী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ’দিয়া অউর বাতি হাম, দো দিল এক জান, দেব কা দেব…মহাদেব, পবিত্র রিশতা, সংকটমোচন মহাবলী হনুমানর মতো একাধিক টেলিভিশন শোয়ে অভিনয় করেছেন ২৪ বছর বয়সী এই অভিনেত্রী। নিজেকে বিয়ের পর কপালে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র পরতে দেখা যায় তাকে। এর পরেই তাকে নিয়ে সমালোচনার ঝড় বয়েছিল। সূত্র : এই সময়।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত