অনলাইন ডেস্ক :
অস্কারজয়ী কানাডিয়ান নির্মাতা ও চিত্রনাট্যকার পল হাগিসকে দক্ষিণ ইতালির ওসতুনি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যৌন হেনস্তা ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন এক নারী। ইতালির বেশ কয়েকটি গণমাধ্যমে এখবর প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে একজন বিদেশী (ইতালির নাগরিক নন) নারীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করার অভিযোগের তদন্তের জন্য গত রোববার পল হ্যাগিসকে আটক করা হয়েছে। একটি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে ইতালিতে এসেছিলেন ৬৯ বছর বয়সী পল হাগিস। আজ মঙ্গলবার পুগলিয়ার পর্যটন শহর ওসতুনিতে ওই ফেস্টিভ্যাল শুরু হওয়ার কথা। পল হাগিসের ইতালীয় আইনজীবী মিশেল লাফোরজিয়া জানিয়েছেন, হাগিস তার বিরুদ্ধে তোলা সকল অভিযোগ অস্বীকার করেছেন। পল হাগিসের পরিচালনায় ২০০৪ সালে মুক্তি পাওয়া হলিউড ছবি ‘ক্র্যাশ’ জিতে নিয়েছিল একাডেমি পুরস্কার। ২০১৩ সালের জনপ্রিয় রোম্যান্টিক ছবি ‘থার্ড পারসন’-এরও পরিচালক তিনি। সূত্র: ভ্যারাইটি
আরও পড়ুন
লোকাল বাস, বিয়াইন সাব ও গার্লফ্রেন্ডের বিয়া’র পর এবার ময়না
কনার তালাক নোটিশে সাক্ষী নুসরাত ফারিয়া
প্যারিসে স্বামীর নামে ‘প্রেম তালা’ মেরেছেন মেহজাবীন