January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 20th, 2023, 8:39 pm

যৌন হয়রানির অভিযোগে আটক দানি আলভেস

অনলাইন ডেস্ক :

নৈশ ক্লাবে সময় কাটাতে গিয়ে এত বড় বিপদের মুখোমুখি হবেন, তা হয়তো ভাবেননি দানি আলভেস। বার্সেলোনাতে যৌন হয়রানির অভিযোগে এবার তাকে আটক করেছে পুলিশ। এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় সাক্ষ্য দেওয়ার পর বার্সেলোনার পুলিশ তাকে আটক করেছে। ঘটনাটা গত ৩০ ডিসেম্বর রাতের। আলভেসের বিরুদ্ধে অভিযোগ, ব্রাজিলিয়ান ডিফেন্ডার নৈশ ক্লাবে সেই নারীর অনুমতি ছাড়াই তাকে স্পর্শ করেছেন। অভিযোগের ভিত্তিতে ব্রাজিলিয়ান ফুটবলারের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে। যদিও আলভেস সেই ঘটনার পর এমন অভিযোগ অস্বীকার করে আসছেন। আটক হওয়া আলভেস যে সহজেই পার পাবেন না, সেই ইঙ্গিত মিলছে। তাকে এখন আদালতে নেওয়া হবে। ৩৯ বছর বয়সী ডিফেন্ডারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেই সিদ্ধান্ত এখন বিচারকদের ওপর। তবে শুনানির পর আলভেস পুলিশি হেফাজতে থাকবেন কিনা, সেটি পরিষ্কার নয়। দানি আলভেস সবশেষ কাতার বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলেছেন। এ ছাড়া বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির হয়ে সাফল্য আছে তার।