December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 20th, 2021, 7:40 pm

রংতুলিতে আঁকা অভিনেত্রী জয়া

বিনোদন ডেস্ক :

প্রস্ফুটিত পদ্মের মেলা। খোলা চুল হাওয়ায় উড়ছে। দেখা দিয়েছেন দেবীর এক বিশেষ রূপ হয়ে। রংতুলিতে আঁকা অভিনেত্রী জয়া আহসান এমন একটি ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রংতুলিতে তাকে ফুটিয়ে তুলেছেন শিল্পী রাকা ব্যানার্জি। রাকা ছবিটির নাম দিয়েছেন ‘কমলে কামিনী’। জয়ার পরিচয় হিসেবে ক্যাপশনে রাকা লিখেছেন, ‘খুব প্রিয় একজন বাঙালি অভিনেত্রী। দুই বাংলা মিশে আছে যার নামে জয়া আহসান।’ সেই ছবি একটি গ্রুপ থেকে নিজের ওয়ালে তুলে এনে সবার সঙ্গে ভাগ করে নিলেন জয়া। ছবিটির ক্যাপশনে জয়া লিখেছেন, ‘ভালোবাসা।’সম্প্রতি ঘোষিত ২০২০-২১ অর্থ বছরের সরকারি অনুদানের তালিকা প্রযোজক হিসেবে আবারও এসেছে জয়া আহসানের নাম। ‘রইদ’ নামের সিনেমাটি পরিচালনা করবেন মেজবাউর রহমান সুমন।