August 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 7th, 2025, 7:03 pm

রংপুরের গঙ্গাচড়ায় দুই শিশুর মরদেহ উদ্ধার

রংপুর ব্যুরো ঃ

রংপুরের গঙ্গাচড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের একটি গর্ত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন মারুফ মিয়া (৬) ও আব্দুর রহমান (৭)। তারা রংপুর সদর উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ডাঙি পাইকান এলাকার বাসিন্দা এবং নগরবন্দ বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।

বুধবার  দুপুর ২টার দিকে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি অবৈধ বালু উত্তোলনস্থলে খননকৃত গর্ত থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, শিশু দুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।স্থানীয়রা জানান, মঙ্গলবার  স্কুল বন্ধ থাকায় সকালে মারুফ ও আব্দুর রহমান একসঙ্গে খেলতে বের হয়। এরপর তারা আর বাড়ি ফেরেনি। সারাদিন খোঁজাখুঁজির পর বুধবার আজহারুলের বালুর পয়েন্টে মারুফের মরদেহ পাওয়া যায়। তার গলায় রশি বাঁধা ছিল এবং পাশে একটি বোতল পড়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী আখতারুজ্জামান মুকুল বলেন, “ফায়ার সার্ভিস সকালে আশপাশের পুকুরগুলোতে তল্লাশি শুরু করে। আমি বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে গেলে সন্দেহ হয় শিশুরা বালুর গর্তে পড়ে থাকতে পারে। আমি নামতে গেলে আজহারুলের ভাগিনা মনু মিয়া বাধা দেয় ও গালিগালাজ করে। জোর করে নামতেই একটি শিশুর হাত পাই। উপরে তুলে দেখি এটা মারুফ। তার বুকের সব হাড় ভাঙা ছিল।”পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে একই স্থানে আরেকটি শিশুর মরদেহ আব্দুর রহমানকে উদ্ধার করে।গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, “সকাল ১০টা ৪৫ মিনিটে ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে বলা হয় শিশুরা নদীতে পড়ে গেছে। পরে ডুবুরি দলকে ডেকে এনে উদ্ধার কাজ চালানো হয়।”

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, “ঘটনাস্থল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্দেহজনক মৃত্যুর কারণে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ