Tuesday, December 23rd, 2025, 7:03 pm

রংপুরের গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, বাংলাদেশ সরকার এবং ইউএনডিপির আর্থিক ও গারিগরি সহযোগীতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার কর্তৃক বাস্তবায়িত বাংলদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য়) পর্যায় প্রকল্প এর আওতায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহনকারী সরকারি, বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও গণমাধ্যমকর্মীগণ গ্রাম আদালতের  প্রচার-প্রচারনা বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং সাথে দলীয়কাজের মাধ্যমে গ্রাম আদালত সক্রিয়করণের চ্যালেঞ্জ ও উত্তরনের উপায়ের প্রস্তাব তুলে ধরেন।

রংপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খ্রিষ্টফার হিমেল রিছিল সভাপতির বক্তব্যে বলেন, গ্রাম আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য জনমানুষকে সচেতন করতে হবে এবিষয়ে সকলের সহযোগীতার প্রয়োজন। সঠিকভাবে গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে সাধারন মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে হবে।

কর্মশালায় উপস্থিত থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, উপপরিচালক সমাজ সেবা, উপপরিচালক যুব উন্নয়ন, উপপরিচলাক মহিলা বিষয়ক, সহকারী পরিচালক জেলা তথ্য অফিস ও সভাপতি রংপুর সাংবাদিক ইউনিয়ন।

কর্মশালা পরিচালনায় ছিলেন মো: মাসুদ রানা জেলা ম্যানেজার গ্রাম আদালত সক্রিয়রণ (৩য়) পর্যায় প্রকল্প, ইএসডিও, রংপুর।