র্যাব-১৩ রংপুরের অভিযানে
রংপুরের পীরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক
রংপুর ব্যুরো ঃ র্যাব-১৩ রংপুরের অভিযানে রংপুরের পীরগঞ্জ উপজেলায় ১০ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে।র্যাব-১৩ রংপুরে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলাহয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এরএকটি আভিযানিক দল রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন পীরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ওসমানপুর গ্রামের শফিকুল ইসলামের চা এর দোকানের সামনে রংপুর থেকে ঢাকাগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি মাইক্রোবাস তল্লাশি করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা ১টি মাইক্রোবাস জব্দ করা হয়। এ সময় মাদক কারবারী লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার ১নং ওয়ার্ডের মৌজা শাখাতী এলাকার আব্দুল আজীজ ও খাদিজা বেগমের ছেলে রিফাত মিয়াকে (১৯) আটক করা হয়।
আটক মাদক কারবারীকে রংপুরের পীরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আব্দুর রহমান মিন্টু
রংপুর ব্যুরো চীফ
আরও পড়ুন
কয়রায় বেহাল সড়কে চলাচলে চরম দুর্ভোগ, চলাচলে বাড়ছে দূর্ঘটনা
বাংলাদেশে নির্বাচনী কারবালা হয়ে যেতে পারে : রংপুরে ব্যারিস্টার ফুয়াদ
জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে করাবন্দীদের সভা