নিজস্ব প্রতিবেদক, রংপুর :
রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের বি টি সি মোড় নামক স্থানে বজ্রপাতে মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ৩টার ইট-ভাটার শ্রমিক ৫ জন নিহত, গুরুতর আহত ১ জন ।
জানা যায়, ১১ অক্টোবর কাবিলপুর ইউনিয়নের চকশোলাগাড়ী গ্রামে অবস্থিত বকুলের ইটভাটায় কর্মরত অবস্থায় ৫ জন শ্রমিক বজ্রপাতে নিহত হন। নিহতরা হলেন, ধাপেরহাট তিলক পাড়া গ্রামের বাদশার পুত্র নাজমুল (১৮) ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের পুত্র সিয়াম (২০) আল আমিনের পুত্র শাহাদত(২৫) ও আয়তালের পুত্র রাশেদুল (২৪) ও চকশোলাগাড়ী গ্রামের জলিলের পুত্র জব্বার বলে জানা গেছে। গুরুতর আহত মেহেদুল পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে রসুলপুর গ্রামের বলে জানা গেছে। এঘটনায় নিহতদের পরিবার গুলোর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পীরগঞ্জ থানার ওসি আবদুল আউয়াল পাঁচ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলশি গিয়ে তাদের উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করে ।
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ