January 24, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 14th, 2023, 3:24 pm

রংপুরের ভ্যাট ও ট্যাক্সের পরিমাণ বৃদ্ধি পেলে ভ্যাট ও ট্যাক্স ফাঁকির প্রবণতা বাড়ে

নিজস্ব প্রতিবেদক,রংপুর :

রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে রংপুরের ব্যবসায়ীদের ভ্যাট ও কর প্রদান সম্পর্কিত উদ্ভূত বিভিন্ন সমস্যা নিরসনকল্পে এক মত বিনিময় সভা মঙ্গলবার রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার সুরেশ চন্দ্র বিশ^াস ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল রংপুরের কর কমিশনার মোঃ শাহীন আক্তার হোসেন।
সভায় বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন চেম্বারের কর, শুল্ক ও ভ্যাট এবং বিএসটিআই উপ-পরিষদের আহ্বায়ক ও রংপুর চেম্বারের পরিচালক পার্থ বোস, নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও রংপুর চেম্বারের পরিচালক মোঃ আকবর আলী, রংপুর চেম্বারের পরিচালক ও মহুবর রহমান পার্টিকেল বোর্ড মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আবু হেনা মোঃ রেজওয়ানুল করিম, রংপুর চেম্বারের সাবেক পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতি রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল, রংপুর পরিবেশক সমিতির সভাপতি শেখ মিন্নুর রহমান, বিশিষ্ট আমদানিকারক মোঃ হুমায়ুন কবীর সওদাগর, জিয়াউল কাদের সেলিম, মোঃ শফিয়ার রহমান, মোঃ মাজেদ হোসেন লাবলু, আবাসিক হোটেল মালিক মোঃ বানিউল আদম বাবু, মোঃ মাসুম মিয়া, বিউটি পার্লার এসোসিয়েশনের সভাপতি আমিনা বেগম, রংপুর বিড়ি শিল্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রংপুর চেম্বারের পরিচালক মোঃ মোতাহার হোসেন মন্ডল মওলা, উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রংপুর চেম্বারের পরিচালক মোঃ রিয়াজ শহিদ শোভন, আকিজ বিড়ি ফ্যাক্টরীর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন নাসির ও চয়েস বেকারী স্বত্বাধিকারী মোঃ হাসান ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার সুরেশ চন্দ্র বিশ^াস বলেন, সৎ ব্যবসায়ীরা ভ্যাট দিচ্ছে আর অসৎ ব্যবসায়ীরা ভ্যাট ফাঁকি দিচ্ছে। এর ফলে প্রকৃত ব্যবসায়ীরা ব্যবসায় ঝুঁকির মুখে পড়ছে। তাই তিনি ভ্যাট ফাঁকির প্রবণতা রোধ ও তৃণমূল পর্যায় পর্যন্ত ভ্যাটের আওতা সম্প্রসারিত করার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণ কর্মশালা, সভা, সেমিনারের মাধ্যমে ভ্যাটদাতাদেরকে উদ্বুদ্ধ করার উদ্যোগ গ্রহণ করবেন মর্মে উপস্থিত ব্যবসায়ীদেরকে আশ্বাস প্রদান করেন।
সম্মানিত অতিথির বক্তব্যে কর অঞ্চল রংপুরের কর কমিশনার মোঃ শাহীন আক্তার হোসেন বলেন, ব্যবসায়ীরা ভ্যাট ও ট্যাক্সের মূল উৎস। আয়কর দেশের অর্থনীতির অভ্যন্তরীণ চালিকাশক্তি। গত এক দশকে অর্থনীতির আকার যে হারে বেড়েছে, সেই হারে রাজস্ব আদায় বাড়ছে না। তাই তিনি উপস্থিত ব্যবসায়ীদেরকে ভীতিমুক্ত পরিবেশে স্বেচ্ছায় আয়কর প্রদান করে দেশকে সমৃদ্ধ করার আহ্বান জানান। এছাড়া তিনি পর্যায়ক্রমে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে করনেট বৃদ্ধির পদক্ষেপ গ্রহণের আশ^াস প্রদান করেন।মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর চেম্বারের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, রংপুরের বিভিন্ন খাতের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও আমদানি-রপ্তানিকারকবৃন্দ।