January 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 21st, 2025, 4:52 pm

রংপুরের ১ হাজার দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

রংপুর ব্যুরো : ডিসিসিআই এবং আরসিসিআই’র উদ্যোগে মঙ্গলবার সকালে রংপুরের ১ হাজার দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকরা হয় ।রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (ডিসিসিআই) এবং রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (আরসিসিআই) এর উদ্যোগে  রংপুরের হত দরিদ্র ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে ঢাকা চেম্বারের পক্ষ থেকে ৪শ’ এবং রংপুর চেম্বারের পক্ষ থেকে ৬শ’ সর্বমোট ১ হাজার কম্বল বিতরণ করেন রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোঃ আকবর আলীসহ চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও ডাইরেক্টরবৃন্দ এবং রিলিফ উপ-পরিষদের সদস্যবৃন্দ। ঢাকা ও রংপুর চেম্বার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রংপুরের অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের ভোগান্তি লাঘবের জন্য এসব কম্বল বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হক ডাম্বেল, রিলিফ ও সম্মাননা প্রদান ব্যবস্থাপনা বিষয়ক উপ-পরিষদ এর আহ্বায়ক ও চেম্বারের পরিচালক মোঃ তাইফুর রহমান, চেম্বারের পরিচালক মোঃ হারুন-অর-রশিদ, মোঃ সাইফুল আলম, হাসান মাহবুব আখতার, মোঃ আজিজুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন রিপন, মোঃ সাবিহুল হক, মোঃ সানোয়ার হোসেন, রিলিফ উপ-পরিষদের সদস্য মোঃ জাবের হোসেন নোবেল, মোঃ মজিবর  রহমান প্রমুখ।