October 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 15th, 2025, 7:41 pm

রংপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ৭৩টি বাইসাইকেল বিতরণ

রংপুর ব্যুরো:

রংপুর আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা, ইউনয়িন, আনসার কমান্ডার, ইউনিয়ন ভিডিপি দলপতিদের কার্যক্রম গতিশীলতা আনায়নের লক্ষ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকার বুধবার রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে রংপুর জেলা ভাতাভোগী সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে ৭৩টি বাইসাইকেল বিতরণ করা হয়।

আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, বিএএমএস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন দেশ ও সমাজের উন্নয়নে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি মানবসেবা ও জনকল্যাণে এগিয়ে আসতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, পরিকল্পিত সংসার গঠনে নিরক্ষতা মুক্ত কল্পে সংগঠনের সুনাম বজায় রেখে প্রশিক্ষণপ্রাপ্ত উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, আনসার-ভিডিপি দলপতিদের সরকারি কাজে গতিশীল আনায়নে কার্যকরী ভুমিকা পালন করতে হবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ সাইদুল ইসলাম, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত, সদর উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান, ১৪দিন মেয়াদি আনসার মৌলিক প্রশিক্ষণার্থী, ব্যাটালিয়ন আনসার, সদস্য, মনিটরিং মাঠ কর্মী, জনসংযোগ সহকারী ও আনসার-ভিডিপি সদস্যবৃন্দ।