September 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 9th, 2025, 8:26 pm

রংপুরে আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ কোর্স সমাপনী

রংপুর ব্যুরো:

রংপুরে আনসার বাহিনীর মৌলিক প্রশিক্ষণের কোর্স সমাপনী অনুষ্ঠিত হয়েছে ।গতকাল সোমবার রংপুর নগরীর মাহিগঞ্জ জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১৪দিন মেয়াদি ১৩৬ জন, উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ, (১ম ধাপে) কোর্সের সমাপনী অনুষ্ঠানে সম্পন্ন হয় ।

প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপমহাপরিচালক বলেন আনসার মৌলিক প্রশিক্ষণ জ্ঞানকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনগণের কল্যাণে সমাজের উন্নয়নে আনসার-ভিডিপির সদস্যদের কাজ করতে হবে। গ্রামাঞ্চলের ও সামাজিক কার্যকলাপ মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন দলগতভাবে প্রতিরোধে কাজ করতে হবে। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধির দিকে ধাপে ধাপে এগিয়ে নিতে হবে। মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে আনসার ভিডিপি বাহিনীকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। সুশৃঙ্খল বাহিনীর গর্বিত সদস্য হিসেবে পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে একটি মর্যাদাশীল ও সুদৃঢ় অবস্থানে এ বাহিনীকে দাঁড় করতে বলিষ্ঠ ভুমিকা রাখতে হবে। তিনি আরও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সবাইকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

উপহার দিতে হবে অবাধ, নিরপেক্ষ গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন সে জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। আনসার ভিডিপি সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। দূর করতে হবে বেকারত্বকে গড়তে হবে নতুন স্বপ্নের সোনার বাংলাদেশ। প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট ও প্রশিক্ষণ কোর্স অধিনায়ক রাশেদুল ইসলাম বিএএমএস। বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী মোঃ রুবেল হোসেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারীর মধ্য হতে ৪জন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়। এবং শর্টগানে গুলি ছুড়া অনুশীলন করেন প্রশিক্ষর্ণার্থীরা।

উক্ত প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষণের সাথে জড়িত কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসারের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ। সর্বশেষ প্রশিক্ষণার্থীদের দেশ রক্ষার শপথ বাক্য পাঠ করান।