October 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 14th, 2025, 4:56 pm

রংপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপিত

রংপুর ব্যুরো:

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ গড়ি দুর্যোগ’—এই প্রতিপাদ্যে রংপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, ২০২৫ উপলক্ষ্যে র‌্যালি, আলোচনাসভা ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ই অক্টোবর) সকালে জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। রংপুর জেলাপ্রশাসন এই সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলাপ্রশাসক বলেন, দুর্যোগের ক্ষতি হ্রাসে পূর্বপ্রস্তুতি কার্যকর ভূমিকা পালন করে। এজন্য দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে সকলের স্বচ্ছ ধারণা থাকা অত্যন্ত জরুরি। আমরা প্রতিনিয়ত বন্যা, বজ্রপাত, বৈদ্যুতিক শর্ট-সার্কিট ও অগ্নিকাণ্ডের মতো প্রাকৃতিক এবং মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকিতে থাকি। সচেতন থাকলে এসব দুর্যোগের ঝুঁকি অনেকাংশেই এড়ানো সম্ভব।

দুর্যোগ প্রশমনে বাংলাদেশ স্কাউটসের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ স্কাউটস দেশের দুর্যোগ ব্যবস্থাপনার একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী সংগঠন। স্কাউটরা বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিনিয়ত নিজেদের সমৃদ্ধ করে। তাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে দুর্যোগকালীন করণীয় বিষয়গুলো সম্পর্কে নিজেদের পরিবার, প্রতিবেশী ও সহপাঠীদের সচেতন করবে বলে জেলাপ্রশাসক আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুর্যোগ মোকাবিলায় সকলের সম্মিলিত প্রচেষ্টা, সঠিক পরিকল্পনা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

রংপুরের অতিরিক্ত জেলাপ্রশাসক শরীফুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, রংপুর রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার লিটন কুমার দাস, জেলা স্কাউট লিডার মাহমুদুল ইসলাম প্রমুখ।

এরপূর্বে দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলাপ্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।