জেলা প্রতিনিধি :
রংপুর-সৈয়দপুর মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২১ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে উপজেলা পরিষদের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী হিমাচল পরিবহনের বাসের সঙ্গে দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি ফারুক আহামেদ।
ফারুক জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজ ও ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত ও ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান। বাকিদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি নূর নবী প্রধান জানান, আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আরও পড়ুন
রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন
র্যাব রংপুরে ৩৫১.৩৮ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক করেছে
দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রংপুরে রিজভী