January 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 2nd, 2025, 4:31 pm

রংপুরে উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি স্বাবলম্বী পিঠা মেলা

আব্দুর রহমান মিন্টু, রংপুর : শীতের এ মৌসুমে ইটপাথরের দালান কোঠায় ঘেরা  রংপুর শহরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয়বারের মতো উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি (ডব্লিউডিসিএ) আয়োজন করেছে স্বাবলম্বী পিঠা মেলা অনুষ্ঠিত হলো। গতকাল বৃহস্পতিবার ১৫দিন ব্যাপী মিঠা মেলার আয়োজক  আরিফা জাহান বীথি এই একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রশিক্ষক।

শাহানাজ-বিলকিস-রুবিনার মতো আর্থিকভাবে অসচ্ছল ও ফুটপাতে পিঠা বিক্রি সংসার চালানো ৩২ জন নারী এই মেলায় অংশ নিয়েছেন। তাদের কাউকে এর জন্য গুনতে হয়নি একটি টাকাও। আয়োজক সংগঠন থেকে স্টল বরাদ্দের পাশাপাশি দেওয়া হয়েছে পিঠা বানানোর সরঞ্জাম। শুধু তাই নয়, ডব্লিউডিসিএ আয়োজিত এ পিঠা মেলা থেকে যা আয় হবে সেটাও পাবেন অংশগ্রহণকারীরা।

আয়োজক সংগঠন উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রশিক্ষক আরিফা জাহান বীথি বলেন, শহরে পরিবেশে গ্রামীণ জীবনযাত্রাকে অনুভব সঙ্গে বাঙালি ঐতিহ্যের শীতকালীন পিঠার সঙ্গে বর্তমান প্রজন্মের পরিচিতি ঘটাতে এই মেলার আয়োজন করা হয়েছে। স্বাবলম্বী পিঠা মেলা ২য় পর্ব -গতবারের মত এবারও আমাদের উদ্দেশ্য ছিল ১৬ জন খালাকে(১৬ জন তাদের সহকারী) মোট ৩২ জন খালাকে স্বাবলম্বী করে তো লা। তারা রাস্তার পাশে পিঠা বানিয়ে বিক্রি করতো।খুবি সামান্য পুজি নিয়ে তারা পিঠা বানিয়ে রাস্তার পাশে বিক্রি করে তাদের সংসার চালানো ও বাচ্চাদের পড়াশুনা করানো সম্ভব হত না।

তাদের সম্পকে বিস্তারিত জানার পর আমাদের এই উদ্যোগ গ্রহণ করা।পরবর্তী সময় তাদের সাথে আলোচনা করে তাদের পারদর্শীতার সাথে পিঠা তৈরী করে এই মেলার মাধ্যমে রংপুরবাসীকে বিভিন্ন পিঠার সাথে পরিচিতি ও স্বাদ দেয়ার সামান্য চেস্টা আমাদের। অপরদিকে খালারা তাদের নিজের হাতের তৈরী সুস্বাদু পিঠা বিক্রি করে নিজেদের স্বাবলম্বী করে তুলবে। আমাদের মেলায় আয়কৃত সম্পুর্ন অর্থ তাদের মাঝে ভাগ করে দিয়ে দিবো যাতে করে তাদের পুজি বৃদ্ধি পায় এবং আর্থিক ভাবে আর উন্নতি লাভ করে।