May 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 7th, 2025, 6:57 pm

রংপুরে উদযাপিত হয়েছে ইঞ্জিনিয়ার্স ডে

রংপুর ব্যুরো: নানা কর্মসূচির মধ্য দিয়ে  রংপুরে উদযাপিত হয়েছে ইঞ্জিনিয়ার্স ডে হয়েছে । গতকাল বুধবার বিকেলে ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ রংপুর কেন্দ্রের স্থায়ী কার্যালয় প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার সুরুজ মিয়া।

পরে একটি শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তত্বাবধায়ক প্রকেীশলী আব্দুর রহিম , নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।