নিজস্ব প্রতিবেদক, রংপুর :
রংপুর মহানগরীসহ জেলার সকল সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবীতে মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১০ টা হতে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে। মঙ্গলবার সকালে নগরীর উত্তম স্কুল এন্ড কলেজ, বেগম জোবেদা আজিজন গার্লস স্কুল এন্ড কলেজ, শিক্ষাঙ্গন উচ্চ বিদ্যালয়, সালেমা বালিকা আদর্শ উচ্চ বিদ্যালয়, আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা যায় শিক্ষকগণ তাদের দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচীর অংশ হিসেবে ক্লাশসহ সকল কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন।
এ ব্যপারে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, বিরাজমান সরকারি-বেসরকারি বৈষম্য দুরিকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করার দাবীতে আমরা বিভিন্ন কর্মসূচী পালন করে আসছি এরই অংশ হিসেবে আজকে আমরা আমাদের প্রতিষ্ঠানে কর্মবিরতির কর্মসূচী পালন করলাম। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপে আমাদের এই দাবীর সুরাহা হবে। আমরা দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচী চালিয়ে যাবো এবং এর চেয়ে কঠোর কর্মসূচী দেয়া হবে।
উল্লেখ্য, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রংপুরের আয়োজনে গত সোমবার রংপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। আগামী ২০ মার্চ এক দফা দাবী আদায়ের লক্ষ্যে ঢাকায় শিক্ষক মহা সমাবেশ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
শাহবাগে ছাত্রদল ও শিবির সমর্থকদের পাল্টাপাল্টি স্লোগান-মিছিল
ফলাফলের অপেক্ষায় সিনেট ভবনের ভেতরে বাইরে উদ্বেগ-উৎকণ্ঠা
ডাকসু নির্বাচন নিয়ে উত্তেজনা কমাতে বিএনপি ও জামায়াতের সঙ্গে সরকারের যোগাযোগ