May 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 13th, 2025, 4:07 pm

রংপুরে এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত

রংপুর ব্যুরো: রংপুরের কাউনিয়া মীরবাগে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার (১৩ মে) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মীর বেইলি ব্রিজ সংলগ্ন মহেশা গ্রামের জুম্মার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।নিহতরা হলেন, কাউনিয়া উপজেলার মহেশা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম লন্ডীর স্ত্রী রুবিনা বেগম (৩২), তাদের ছেলে রহমত আলী (২) ও ভাতিজি এসএসসি পরীক্ষার্থী আফছানা বেগম স্নেহা (১৬)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে আশরাফুল তার স্ত্রী, ছেলে ও এসএসসি পরীক্ষার্থী ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। মহেশা গ্রামের জুম্মার নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনা বেগম, তার ছেলে রহমত আলী ও ভাতিজি আফছানা বেগম স্নেহা প্রাণ হারান।

এ বিষয়ে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, কাউনিয়া উপজেলার মীর বেইলি ব্রিজ সংলগ্ন মহেশা গ্রামের জুম্মার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে বাসটি আটক করা সম্ভব হয়নি। একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া যান চলাচলের প্রতিবাদ জানিয়ে দুর্ঘটনার জন্য দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।