January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 9th, 2022, 6:42 pm

রংপুরে ওয়াও ফেস্টিভাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ,রংপুর :

অন্যের আলোয় আলোকিত হওয়াটা ক্ষণস্থায়ী, নারীকে নিজের আলোয় উদ্ভাসিত হওয়ার আহ্বান জানিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে উইমেন অফ দ্য ওয়ার্ল্ড- ওয়াও ফেস্টিভাল উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, নারীর জন্য কেউ এগিয়ে আসবে সেই আশায় থাকা যাবে না। মনে শক্তি রেখে কাজ করে গেলেই সফলতা আসবে।
দিনব্যাপী আয়োজনে পাঁচ হাজারেরও বেশি দর্শক আগ্রহ ও উদ্দীপনা নিয়ে বর্ণাঢ্য উৎসব উপভোগ করেন। এতে প্যানেল আলোচনা, কর্মশালা, স্পিড মেন্টরিং, বাইটস, মার্কেটপ্লেস ও রংপুর অঞ্চলের ঐতিহ্য ভাওয়াইয়া গান, সাঁওতালি নৃত্য, কুশান পালা ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ছিল। পরে কনসার্ট মাতান চ্যানেল আই সেরা কণ্ঠ তারকা, এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী রংপুরের মেয়ে আসিয়া ইসলাম দোলা।