রংপুর ব্যুরোঃ
রংপুর নগরীর দক্ষিণ মুলাটোল এলাকার অবসর প্রাপ্ত কর্মচারী আনজুমান বানু হত্যা মামলায় আসামি আরমান আলীকে দোষী সাব্যস্ত করে মৃত্যু দন্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান খান এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দন্ড প্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাকে কঠোর পুলিশি পাহারায় কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।মামলার বিবরনীতে জানাগেছে, ২০২০ সালের ১৯ মে মুলাটোল এলাকার বাসায় আন্জুমান বানুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহত আঞ্জুমান বানুর জামাই এনায়েত হোসেন মহন বাদি হয়ে মহানগর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তকালে আসামী আরমানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আরমান হত্যাকান্ডের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। দীর্ঘ পাঁচ বছর মামলা চলার পর ১২জন স্বাক্ষীর স্বাক্ষ্য ও জেরা শেষে এ রায় প্রদান করে আদালত। রায় মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল হাদি বেলাল সন্তুষ্টি প্রকাশ করেছেন।
আব্দুর রহমান মিন্টু
রংপুর ব্যুরো চীফ
আরও পড়ুন
জনগনের রায়ে নির্বাচিত হলে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি
সৌদিআরবে অগ্নিকান্ডে নিহত প্রবাসী আকাশ, ছয় মাসেও লাশ আনতে পারেনি পরিবার
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত