January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 29th, 2024, 3:04 pm

রংপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয় শীর্ষক সেমিনার রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট হল রুমে অনুষ্ঠিত হয় । আজ সোমবার দুপুরে রপই আয়োজিত সেমিনারে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, বিশেষ অতিথি ও আলোচক রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক খন্দকার মোঃ নাহিদ হাসান। আলোচক ছিলেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী মোঃ খোরশেদ আলম।

মুল প্রবন্ধ উপস্থাপক রপই অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ। এতে বক্তব্য রাখেন ননটেকচীফ ইনস্ট্রাক্টর জেয়াউল হক ও বাংলা বিভাগের ইনস্ট্রাক্টর মহাদেব কুমার গুন প্রমূখ।

এ অনুষ্ঠানে সরকারী বেসরকারী উচ্চ বিদ্যালয়,মাদ্রাসা,ও কারগিরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক , অধ্যক্ষ, কারগিরি দক্ষা সম্পন্ন ব্যাক্তি এবং শিল্প করখানার মালিকরা এতে উপস্থিত ছিলেন ।রপই ক্যাম্পাসে দিনব্যাপী জব ফেয়ারে ৩০ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী প্রদান করা হয় ।