November 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 31st, 2025, 6:03 pm

রংপুরে কিশোর কণ্ঠ পাঠক ফোরামের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রংপুর ব্যুরো:

রংপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কিশোর কণ্ঠ পাঠক ফোরাম আয়োজিত ‘মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫’।শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রংপুর জিলা স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪র্থ থেকে ১০ম শ্রেণির  শিক্ষার্থরা অংশ নেয়।পরীক্ষায় রংপুর মহানগরের বিভিন্ন স্কুল ও মাদরাসা থেকে প্রায় দুই হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। উপস্থিতির হার ছিল ৯০ শতাংশেরও বেশি।পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কিশোর কণ্ঠ পাঠক ফোরাম রংপুর মহানগর শাখার চেয়ারম্যান নুরুল হুদা, ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান, উপদেষ্টা আল আমিন হাসান, পরিচালক ওয়ালীউল্লাহ মুজাহিদ, সদস্য সাজ্জাদ হোসেনসহ ফোরামের অন্যান্য কর্মকর্তারা।পরীক্ষা চলাকালীন সময় তারা বিভিন্ন কক্ষে গিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ, পরীক্ষার পরিবেশ ও প্রশ্নপত্র ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

চেয়ারম্যান নুরুল হুদা বলেন, গতবছরের ধারাবাহিকতায় এ বছরও আমরা কিশোর কণ্ঠ পাঠক ফোরামেরউদ্যোগে সারা দেশের প্রতিটি জেলায় একযোগে মেধা বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে। আজ রংপুরে অংশগ্রহণকারীর সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি, যা আমাদের অনুপ্রেরণা জোগায়।তিনি আরও বলেন, মাসখানেকের মধ্যে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে ল্যাপটপ এবং প্রত্যেক শ্রেণিতে প্রথম স্থান অধিকারীদের বিশেষ পুরস্কার প্রদান করা হবে।অভিভাবকরা এমন আয়োজনের প্রশংসা করে বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়ায়। কিশোর কণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে এমন সুষ্ঠু ও সুন্দর আয়োজন সত্যিই প্রশংসনীয়।ফোরামের উপদেষ্টা আল আমিন হাসান বলেন,আমরা চাই দেশের প্রতিটি শিক্ষার্থী শুধু বইয়ের জ্ঞানেই নয়, মেধা ও নৈতিকতাতেও সমৃদ্ধ হোক। সেই লক্ষ্যেই আমাদের এ আয়োজন।পরীক্ষা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উৎসাহ ও আনন্দের সঙ্গে কেন্দ্র ত্যাগ করে।অনুষ্ঠানের আয়োজকরা জানান, আগামী বছরও এই মেধা বৃত্তি পরীক্ষা আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে।