নিজস্ব প্রতিবেদক, রংপুর:
জেলা প্রশাসনের আয়োজনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের সহযোগিতায় জেলা কৃষি ঋণ মেলা-২০২৩ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থেকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম । জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর কেন্দ্রের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত),মোহাম্মদ জামাল উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মো: ওবায়দুর রহমান মন্ডল। এতে বক্তব্য রাখেন জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয়ে মহাব্যবস্থাপক মো: আব্দুল মতিন, প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান প্রমূখ। এ সময় রংপুরের ৪৪টি ব্যাংক জেলার ৮উপজেলা ১৪৬ জন কৃষকের মাঝে ২ কোটি ৮৫ লক্ষ টাকার ঋণ প্রদান করেন।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত