October 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 14th, 2025, 4:51 pm

রংপুরে গণসংযোগে ব্যস্ত এনসিপির আখতার হোসেন

রংপুর ব্যুরো:

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রংপুরের কাউনিয়া-পীরগাছা ৪ আসনে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

গতকাল সোমবার (১৩ অক্টোবর) দুপুরে পীরগাছা উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন তিনি। আখতার হোসেন সকাল থেকেই পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়ন ও ছাওলা ইউনিয়নের বিভিন্ন হাট বাজার, পাড়া মহল্লায় উঠান বৈঠক করেন।

গণসংযোগকালে আখতার হোসেন বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে হাত মেলান, কাউকে বুকে জড়িয়ে ধরেন। মনোযোগ দিয়ে অনেকের কথা শোনেন। এভাবেই একেবারে তৃণমূলের মানুষের সঙ্গে কুশলবিনিময় করেন তিনি। এর আগেও আখতার হোসেন দুই শতাধিক ভ্যান নিয়ে নিজ এলাকায় জনসংযোগ করেন

গণসংযোগে আখতার হোসেন বলেন, রংপুর বরাবরই উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। সেই বঞ্চনার হাত থেকে রক্ষা পায়নি কাউনিয়া-পীরগাছা এলাকার মানুষ। যে উন্নয়নের কথা শুনে এসেছি গত ১৬ বছরে, সেই কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি কাউনিয়া পীরগাছায়। আগামী নির্বাচনে কাউনিয়া পীরগাছার মানুষ উন্নয়নের স্বার্থে, নতুন দল এনসিপি ও প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। আর আমি যদি সংসদে যেতে পারি এবং কথা বলতে পারি, অবশ্যই কাউনিয়া পীরগাছার মানুষ উন্নয়নের সুফল পাবে। আমরা জুলাইয়ে আনন্দ করে ফ্যাসিবাদ তাড়িয়েছি, সেটাই আমাদের বড় অর্জন। ব্যক্তি জীবনে আমার কোনো চাওয়া পাওয়া নেই। মানুষের উন্নয়ন, এলাকার উন্নয়নই আমার চাওয়া পাওয়া। সেই লক্ষ নিয়েই কাজ করছি।ভোটারদের সাড়া প্রসঙ্গে আখতার হোসেন বলেন, সবাই মুখিয়ে আছেন, নির্বাচনের তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার অপেক্ষায়। গণসংযোগে বেশ সাড়া মিলছে। আশা করছি নির্বাচনে ভালো কিছু হবে।গণসংযোগে তার সঙ্গে এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুনসহ নেতাকর্মীরা ছিলেন।

এর আগে গত ১ জুলাই রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র পথসভায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।