February 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 23rd, 2025, 11:29 am

গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় প্রশাসনের ভূমিকা ও করণীয় শীর্ষক সম্মেলন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় ও স্থানীয় সরকার বিভাগের আয়োজনে গতকাল শনিবার গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় প্রশাসনের ভূমিকা ও করণীয় শীর্ষক বিভাগীয় সম্মেলন রংপুর আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ রংপুর বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) মো. আবু জাফরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (ইউনিয়ন পরিষদ অধিশাখা) যুগ্ম সচিব মোহাম্মদ ফজলে আজিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) মো. আশরাফুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (ইউনিয়ন পরিষদ-২) উপ সচিব আবু রাফা মোহাম্মদ আরিফ। এছাড়া দাতা সংস্থা ইউএনডিপি’র পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের প্রজেক্ট কোর্ডিনেশন এনালিষ্ট জনাব ড. শঙ্কর পাল। রংপুর বিভাগের গ্রাম আদালত প্রকল্পের সার্বিক তথ্য উপস্থাপন করেন লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রাজিব আহসান। সম্মেলনে গ্রাম আদালতের সুবিধাভোগী তিনজন তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।
প্রধান অতিথি মো. ফজলে আজিম বলেন, গ্রাম আদালত বিচারিক সেবার একটি কার্যকর মাধ্যম, যা নেতৃমূল পর্যায়ে জনগণের ন্যায় বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি গ্রাম আদালত কার্যক্রমকে আরো জোড়দার করার বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন এবং স্থানীয় সরকার, ইউএনডিপি ও ইউরোপিয়নকে এ প্রকল্পে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের কমিউনিকেশন্স ও আউটরিচ এসোসিয়েট সোনিয়া ফারজানা ও রংপুর জেলা ব্যবস্থাপক মাসুদ রানার উপস্থাপনায় অংশগ্রহণকারী চেয়ারম্যানগণ গ্রাম আদালত কার্যকরিকরণে গ্রাম আদালতের আর্থিক বিচারিক এখতিয়ার বৃদ্ধি, সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনের সকল পর্যায়ের সহযোগিতা প্রত্যাশা করেন।
সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ অংশীজন, ইউপি চেয়ারম্যান, জেলা রিসোর্স টিমের সদস্য, জেলা তথ্য ও লিগ্যাল এইড অফিসার, গণমাধ্যমের প্রতিনিধি ও বিভাগীয় কমিশনার অফিসের কর্মকর্তাসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন। সম্মেলনের মূল লক্ষ্য অল্প খরচে স্থানীয় ছোটখাটো বিরোধ মীমাংসা এবং গ্রামীণ জনগণের মাঝে বিচারিক সেবা গ্রহণের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে রংপুর বিভাগীয় প্রকল্প এলাকার ৫৩৫টি ইউনিয়নে গ্রাম আদালতগুলোকে আরো সক্রিয় করতে বিভাগীয় পর্যায়ে দিক-নির্দেশনা লাভ করা। উল্লেখ্য যে, এ প্রকল্প স্থানীয়ভাবে সহজে, কম খরচে, দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তি করা ও অন্যায়ের প্রতিকার লাভের লক্ষ্যে তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিশেষত: নারী ও পিছিয়ে পড়া মানুষের ন্যায় বিচার প্রাপ্তির জন্য কাজ করছে। প্রকল্পটি বর্তমানে এর ৩য় পর্যায়ে দেশের ৮ টি বিভাগের ৬১ জেলার (পার্বত্য চট্রগ্রামের ৩টি জেলা ব্যতিত) ৪৬৮টি উপজেলার ৪ হাজার ৪ শত ৫৩টি ইউনিয়নে গ্রামীণ জনগণের কাছে সেবা পৌঁছে দেয়ার জন্য কাজ করছে। এছাড়া প্রকল্পটির ১ম ও ২য় পর্যায়ে দেশের ১ হাজার ৪ শত ১২টি ইউনিয়নের ২৫ লাখেরও বেশী স্থানীয় লোকজনকে (১৯৫৩০০০ নারী) বিচারিক সুবিধা পেতে সাহায্য করেছে।