October 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 18th, 2025, 6:12 pm

রংপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

রংপুর ব্যুরো :

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই প্রতিপাদ্যে রংপুরে জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৫-এর উদদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ই আগস্ট) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেশের মৎস্যসম্পদের সম্প্রসারণ ও সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতে আলোচনাসভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। জেলাপ্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।সভার শুরুতে তথ্যচিত্র উপস্থাপন করেন রংপুর জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক সঞ্জয় ব্যানার্জী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলাপ্রশাসক বলেন, বাঙালির ঐতিহ্যই হলো মাছ-ভাত। আমিষের উৎস হিসাবে মাছ আমাদের খাদ্য তালিকায় শীর্ষে রয়েছে। পারিবারিক স্বচ্ছলতা ও দেশের অর্থনৈতিক উন্নয়নে মৎসচাষের গুরুত্ব অপরিসীম। আধুনিক পদ্ধতিতে মৎস্যচাষ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে অনেক মৎস্যচাষি এই পদ্ধতি অবলম্বন করে আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।

মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সরকারের পদক্ষেপ উল্লেখ করে জেলাপ্রশাসক বলেন, সরকার ইতোমধ্যে মৎস্যচাষিদের প্রশিক্ষণ, ঋণ বিতরণ ও কারিগরি সহায়তাসহ নানান উদ্যোগ গ্রহণ করছে। এসব সুযোগ গ্রহণ করে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখতে তিনি মৎস্যচাষিদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সভপতির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মো: হারুন-অর-রশিদ বলেন, জনসাধারণের মধ্যে মৎস্য চাষের গুরুত্ব তোলে ধরতে দেশব্যাপী মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। বর্তমান দেশীয় প্রজাতির মাছের উৎপাদন আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। তিনি দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং বিলুপ্তিরোধে প্রতিটি পুকুর, খাল-বিলসহ উন্মুক্ত জলাশয়ে মাছ চাষের উপর জোর দেন। তিনি মৎস্য উৎপাদনে বিদ্যমান সংকট নিরসনে প্রকৃত মৎস্যচাষিদের সমবায়ভিত্তিক সংগঠন গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের পুলিশ সুপার মোঃ আবু সাইম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো: আবু সাঈদ প্রমুখ। এছাড়াও সরকারি কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্য খাদ্য ব্যবসায়ি, হ্যাচারি মালিক, উদ্যোক্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপূর্বে রংপুর ক্রিকেট গার্ডেন পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি রংপুর জেলা কালেক্টরেট চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়।

আলোচনাসভা শেষে তিন জন সফল মৎস্যচাষিকে পুরস্কার প্রদান করা হয়। দেশব্যাপী এই জাতীয় মৎস্য সপ্তাহ ১৮ই আগস্ট থেকে ২৪শে আগস্ট পর্যন্ত পালিত হবে।

 

 

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ